Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাগেরহাটে নারী পোশাক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা রানী বেগম (২৬) নামে এক গার্মেন্টে কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার ওই নারী গার্মেন্ট কর্মীর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
ওই গার্মেন্টে কর্মীর গ্রামের বাড়ি কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের শ্রীরামপুরে। স্বামী শেখ আফজাল হোসেনের বাড়িসহ ৩টি বাড়ি রাতেই লকডাউন করেছে উপজেলা প্রসাশন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির রবিবার রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত রানী বেগমের সংস্পর্শে আসা তার বাড়ির পাঁচ জন ও ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীসহ কমপক্ষে ১০ জনের নমুনা সংগ্রহ করে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।

এ নিয়ে বাগেরহাট জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। তাদের মধ্যে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের দুলাল হাওলাদার (৪৫) মারা গেছেন।

চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের পাটলপাড়া গ্রামের মুয়াজিন কবির মোল্লা, শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের পোশাক কারখানার ড্রাইভার শাহিন হোসেন ও বাগেরহাট সদর উপজেলা ডেমা ইউনিয়নের বাশঁবাড়িয়া গ্রামের জিহাদ নামের এক কিশোর করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন।

Exit mobile version