Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ায় আরো ২ নারী পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই নারী পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এখন বগুড়া পুলিশ লাইন্সে আইসোলেশনে রয়েছেন। গত ২৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে তারা বগুড়ায় বদলি হয়ে আসেন। এ নিয়ে বগুড়ায় এখন করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৩৭ জন। এদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঢাকা থেকে বদলি হয়ে আসা তিন নারী কনস্টেবলকে পুলিশ লাইন্সে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজেটিভ পাওয়া যায়।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায় শনিবার রাত ৯টায়। বগুড়ার ৫৪ টির মধ্যে ২টি পজিটিভ হয়। জয়পুরহাটের ১১৭ টির সব নেগেটিভ হয়। সিরাজগঞ্জের ১৭টির মধ্যে একটি পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

Exit mobile version