Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুমিল্লায় আরও একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় রবিবার জেলার আরও একজন চিকিৎসকসহ দুইজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫২ জনে। কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়কারী ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত হওয়াদের মধ্যে চিকিৎসক হচ্ছেন জেলার মুরাদনগর উপজেলার। তিনি সেখানকার একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত আছেন। আর অপরজন হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলার একজন এনজিও কর্মী।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত চিকিৎসকের মেয়ে কিছু দিন আগে করোনায় আক্রান্ত হন। এতে ওই চিকিৎসকেরও নমুনা পরীক্ষা করা হয়। শনিবার দিবাগত রাতে তার রিপোর্টও পজেটিভ আসে। এর আগে শনিবার সদর হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসকও করোনায় আক্রান্ত হন।

উল্লেখ্য-শনিবার পর্যন্ত জেলার তিন হাজার একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে দুই হাজার ৭৮৯জনের।রবিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৫২ জন।

Exit mobile version