Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বে করোনাভাইরাস জয় করলেন ১৪ লক্ষাধিক মানুষ

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ৪১ লাখ ৭৯৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে প্রাণহানি ঘটেছে ২ লাখ ৮০ হাজার ৪৩২ জনের। এত আক্রান্ত ও মৃত্যুর মধ্যেও আশা দেখাচ্ছে যে চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত ১৪ লাখের বেশি মানুষ এ প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে সুস্থও হয়ে উঠেছেন।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারে রবিবার সকাল পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করা হয়। জানা গেছে, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৪১ হাজার ৪৮৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৩ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। এদের মধ্যে ২৩ লাখ ৩১ হাজার ১৯৯ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৪৭ হাজার ৬৮১ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজার ৩৭ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২৬০ জন। মৃত্যুতে তিন নম্বরে ইতালি। সেখানে ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Exit mobile version