নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জে উপজেলায় নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ জন।
বরিবার সকাল ১১টায় দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তা এবং মাদ্রাসা শিক্ষক রয়েছেন। অপরজন কোম্পানীগঞ্জে উপজেলার বসুরহাট পৌরসভার বাসিন্দা।