ভারতের করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে, ১১ দিনে মৃত্যু বেড়ে দ্বিগুণ

অনলাইন ডেস্ক : ক্রমশই অবনতির দিকে যাচ্ছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। দেশটিতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ১১ দিনে দ্বিগুণ হয়েছে প্রাণহানি।

দ্য হিন্দুর রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৬২ হাজার ৬৬২ জনের। মারা গেছেন ২ হাজার ৯০ জন।
এদিকে ‘এই সময়’ জানায়, মে মাসের শুরুর দিকে পরিসংখ্যানগত দিক থেকে পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও, গত তিন-চার দিনে মৃতের হার ব্যাপকভাবে বেড়েছে।

শনিবারের সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বিষয়টি স্বীকারও করে নিয়েছেন।

তবে ভারতের অবস্থা ইউরোপ-আমেরিকার দেশগুলোর মতো হবে না আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যই দেশকে তৈরি রেখেছি আমরা।’

ভারতে সর্বাধিক করোনা আক্রান্ত মহারাষ্ট্র রাজ্যে। এবার মহারাষ্ট্রের পাশাপাশি গুজরাটের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছেন, গুজরাটের পরিস্থিতি আগামী দিনে মহারাষ্ট্রের চেয়েও খারাপ হতে পারে।

এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যায়। বর্তমানে আক্রান্ত ৪০ লাখ ২৩ হাজার। মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজারের ঘর ছোঁয়ার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *