দেশের ৩৬ ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা

অনলাইন ডেস্ক : দেশে নতুন করে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে। দেশের ৩৬টি ল্যাবে পরীক্ষা করে এ তথ্য জানা গেছে।

রবিবার ১০ মে দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২২৮ জনের।

ডা. নাসিমা বলেন, দেশে সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ করোনা পরীক্ষার ল্যাব চালু করেছে। এতে দেশের সব মিলিয়ে ৩৬টি ল্যাবে করোনা শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *