বরিশাল প্রতিনিধি : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ জন। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।
নতুন করে আক্রান্ত হওয়া ৪ জনসহ এ পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১৬০ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৩শ’ ৪৩ জনের। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। এ পর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৩ জন। যার মধ্যে সব শেষ গত ২৪ ঘন্টায় বাড়ি ফিরেছেন ৬ জন।
আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন ছিলো করোনা আক্রান্ত ৭১ জন রোগী। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১০জন রোগী। যার মধ্যে ইতিমধ্যে ৫ জনের করোনা সনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এবং শের-ই বাংলা মেডিকেলের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।