কুমিল্লা প্রতিনিধি : করোনাভাইরাসে কুমিল্লা জেলায় আরও নতুন করে একজন স্বাস্থ্য কর্মীসহ পাঁচ জন আক্রান্ত হয়েছেন। জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৬ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ হয়নি এবং মারাও যায়নি।
সোমবার কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লা জেলায় নতুন করে পাঁচ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা মহানগরে দুই জন, নাঙ্গলকোটে প্রথম দুই জন এবং চান্দিনায় একজন। চান্দিনায় আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট ৩ হাজার ৫১৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩ হাজার ৯১ জনের। এর মধ্যে মারা গেছেন সাত জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।