Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মাগুরায় আরও দুই জনের করোনাভাইরাস শনাক্ত

মাগুরা প্রতিনিধি : ঢাকা থেকে মাগুরায় আসা এক গণমাধ্যমকর্মীসহ ২ জনের শরীরে  সোমবার করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই গণমাধ্যমকর্মী ঢাকায় কর্মরত ছিল। এনিয়ে মাগুরায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১। নতুন আক্রান্ত গণমাধ্যমকর্মীর বাড়িসহ শহরের কলেজপাড়া। অন্যজন নিজনান্দুয়ালী গ্রামের ৫০ বছর বয়সী। দুটি বাড়ি ও একটি সড়ক লকডাউন করেছে প্রশাসন।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান জানান, কয়েকদিন আগে ঢাকা থেকে মাগুরা শহরের কলেজ পাড়ার নিজ বাসায় আসেন ওই গণমাধ্যমকর্মী। তার সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হন তার চাচা। এসময় ওই গণমাধ্যমকর্মীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষনাগারে পাঠানো হয়। রবিবার রাতে আসা রিপোর্টে তাদের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে মাগুরায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০। যাদের মধ্যে ৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছে। বাকিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version