Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গায় আরও দুই করোনাভাইরাস রোগী শনাক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় নতুন করে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত দুজনেরই বাড়ি সদর উপজেলার বড়শলুয়া গ্রামে এবং তারা একই পরিবারের সদস্য। তাদের একজন নারী, অপরজন পুরুষ। আক্রান্ত পুরুষের বয়স ৭০ বছর ও নারীর বয়স ৫৪ বছর। তিনি আক্রান্ত বৃদ্ধের ছোট ভাইয়ের স্ত্রী। ওই বৃদ্ধের ২৯ বছর বয়সী ছেলে গত ৩০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, করোনাভাইরাসে আক্রান্ত ২৯ বছর বয়সী যুবক মারা গেলে তাদের বাড়িসহ প্রতিবেশীদের বাড়ি লকডাউন করা হয়। বাড়ির সবার এবং প্রতিবেশিদের অনেকের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মারা যাওয়া যুবকের বাবা এবং ৫৪ বছর বয়সী এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আজ সোমবার রিপোর্ট এসেছে। আগে থেকেই তাদের বাড়ি লকডাউন করা আছে। আক্রান্ত দুজনকে আইসোলেশনে রাখা হবে।
সিভিল সার্জন জানান, আক্রান্ত এই দুইজনসহ চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। এর মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন একজন এবং মারা গেছেন একজন।

Exit mobile version