ফেনী প্রতিনিধি : ফেনীতে নতুন করে ২ ডাক্তার, ৫ স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭ মে ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া এক কিশোরীর করোনা শনাক্ত হয়। আক্রান্তরা তার সান্নিধ্যে ছিলেন বলে জানা গেছে।
ফেনীর সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিকেল অফিসার, ৫ জন স্বাস্থ্য কর্মী ও অপরজনের বাড়ি ফেনীর দাগনভূঞায়।
ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডাঃ শরফুদ্দিন মাহমুদ জানান, ফেনীতে এই পর্যন্ত মোট ১৫ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে গেছেন। এদের মধ্যে একজন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, একজন সরকারী কর্মকর্তা রয়েছেন।