ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত। রবিবার ৪ হাজার ৪শ’ মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ এ। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ ছাড়াল ৬৭ হাজার।

নতুন করে ১১১ প্রাণহানিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২শ’।
৩০ জানুয়ারি প্রথম সংক্রমণ শনাক্তের পর প্রথম দু’মাসে ভারতে করোনায় আক্রান্ত ছিল দেড়শ’রও কম। কিন্তু পরের দেড় মাসেই দ্রুত ছড়ায় ভাইরাসটি। মাত্র ৪১ দিনের ব্যবধানে দেশটিতে সংক্রমণ বেড়েছে প্রায় ৩৪ গুণ। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা মহারাষ্ট্রে। সবচেয়ে খারাপ পরিস্থিতি মুম্বাই আর পুনেতে।

সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে গুজরাট, তামিলনাড়ু আর দিল্লি। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে মধ্য প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িষায়। এর মধ্যেই আরও এক ধাপ লকডাউন শিথিল করতে যাচ্ছে ভারত সরকার। এ লক্ষ্য আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *