‘ভারতে চতুর্থ ধাপে লকডাউন বৃদ্ধির ঘোষণা মোদির’

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ভারতজুড়ে তৃতীয় ধাপে ১৭ মে পর্যন্ত লকডাউন চলছে। এরই মধ্যে চতুর্থ ধাপের লকডাউনের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে লকডাউন বাড়ার ইঙ্গিত দেন নরেন্দ্র মোদি।
১৮ মের আগেই ঘোষণা করা হবে নতুন লকডাউন। তবে কি পদ্ধতিতে লকডাউন দেয়া হবে তা খোলসা করেননি তিনি।

ভাষণে নরেন্দ্র মোদি বলেন, বিজ্ঞানীরা জানিয়েছেন জীবনের বড় একটি অংশ জুড়ে করোনাভাইরাস আমাদের সঙ্গে থাকবে। কিন্তু এর জন্য আমাদের জীবন সীমাবদ্ধ রাখতে পারি না।

তিনি বলেন, আমরা মাস্ক পরব এবং আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব। তবেই ভাইরাস আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। এ সময় নতুন লকডাউন ১৮ মের আগেই ঘোষণা করা হবে বলে তিনি জানান।

ভাষণে, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ২০ লাখ কোটির টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। যা ভারতের মোট জিপিডির ১০ শতাংশ। বুধবার দেশটির অর্থমন্ত্রী নিরমলা সিতারামণ আর্থিক প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন।

এ পর্যন্ত ভারতে ৭২ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। আর বর্তমান হারে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আগামী ১৭ মে’র আগে আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে যাবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *