টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে।
মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শহরে ইজিবাইক-অটোরিক্সা বন্ধ থাকার পরও মানুষ পায়ে হেঁটে শহরের বিভিন্ন স্থানে জটলা করছে। সবাই ঈদের কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়েছে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে। অভিভাবকরা শিশুদের নিয়েই ভিড় জমাচ্ছেন বিপনিবিতানগুলোতে।