করোনাভাইরাস : বিশ্বে আক্রান্ত সাড়ে ৪২ লাখ, মৃত্যু ২ লাখ ৮৭ হাজার

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২ লাখ ৮৭ হাজার ২৯৩ জনের প্রাণহানি হয়েছে। ছোঁয়াচে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৮০০ জন।

এদিকে, এক সপ্তাহ পর বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩ হাজারের ঘরে নামল। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪০৩ জন। আর ৭৪ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস।
এছাড়া শুধু যুক্তরাষ্ট্রেই ৮২ হাজারের কাছাকাছি পৌঁছেছে মৃত্যু। ইউরোপের দেশগুলোয় করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

নতুন হটস্পট রাশিয়ায় ২৪ ঘণ্টায় ১২ হাজারের মতো মানুষের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তা সত্ত্বেও লকডাউন শিথিলের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে দুই হাজার ছাড়িয়েছে প্রাণহানি।

একদিনে ৫ শতাধিক মৃত্যু আর সাড়ে ৬ হাজার সংক্রমণের রেকর্ড হয়েছে ব্রাজিলে। এ পরিস্থিতিতে নজরদারি বাড়িয়ে লকডাউন শিথিলের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

গোটা বিশ্বে, প্রাণঘাতী ভাইরাসটির প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *