Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দিনাজপুরে ইন্টার্ন চিকিৎসকসহ ২ জনের করোনাভাইরাস শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার সদর ও বিরামপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সদরের ইন্টার্ন চিকিৎসকসহ দুইজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

এনিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ জন। যার মধ্যে পুরুষ ৪০ জন, নারী ১০ জন ও শিশু ৩ জন রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৩৯ জন, হাসপাতালে ভর্তি ৫ জন, সুস্থ হয়েছেন ৮ জন এবং মারা গেছেন একজন।
মঙ্গলবার রাতে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক (৩০) ও বিরামপুরে একজন (৫৫) করোনা রোগী শনাক্ত হয়েছে। সদরের ইন্টার্ন চিকিৎসককে ক্যাম্পাসের হোস্টেলে আইসোলেশনে এবং বিরামপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

Exit mobile version