Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গোপালগঞ্জে নতুন করে দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে নতুন করে দুই চিকিৎসকের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন আইসোলেশনে রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে একজন গোপালগঞ্জ সদর হাসপাতালের ও অপরজন কোটালীপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক।

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন সদ্য নিয়োগকৃত চিকিৎসক। তিনি মঙ্গলবার (১২ মে) যোগদান করেছেন। আক্রান্ত দুই চিকিৎসকের মধ্যে একজন কোটালীপাড়ায় এবং অপরজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে নেয়া হয়েছে। আক্রান্ত দুই জনই ঢাকা থেকে এসেছেন বলেও তিনি জানান।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় একজন চিকিৎসকসহ ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৩ জন।

Exit mobile version