মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে দিনে দিনে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। মানুষের অবাধে ঘুরাফেরা কারনে আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছেন না। জেলায় বুধবার নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে। যার মধ্যে মৃত্যু বরণ করেছে ১১ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বুধবার সাংবাদিকদের জানান, নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে শ্রীনগরে ৩, লৌহজংয়ে ৪, গজারিয়া ৩ এবং টঙ্গিবাড়ীতে রয়েছে ২ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আদাজ আরো জানান, জেলার বিভিন্ন উপজেলায় ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। যার মধ্যে ২২ জন সুস্থ হয়ে তাদের বাড়ী ফিরেছেন।