Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নোয়াখালীতে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি : লকডাউন শিথিল হওয়ায় দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে নোয়াখালীতে। জেলায় নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৬৯ জন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ১১ মে তাদের শরীরে নমুনা সংগ্রহ করি পরে ১২ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন । তাদের মধ্যে ৫ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৫২ জন নিজ বাড়ীতে চিকিসা সেবা নিচ্ছেন। ৯ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন । ৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন তথ্যের ভিত্তিতে তাদের বাড়ীতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।
সারা দেশের মতো নোয়াখালীতে মার্কেট ও দোকানপাট খুলছে কিন্তুু কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না ।

Exit mobile version