মাগুরায় দুই চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ জন

মাগুরা প্রতিনিধি : মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক, এক মেডিকেল অফিসার ও দুই ইউপি চেয়ারম্যানসহ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ১৩টি নমুনা পরীক্ষার রির্পোট সিভিল সার্জন দপ্তরে এসেছে। যার মধ্যে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালের তত্ত্বাবধায়ক, মেডিকেল আফিসার এবং শ্রীপুর উপজেলার ২ চেয়ারম্যানসহ ৪ জনের নমুনায় করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ৪ জনকে তাদের নিজ-নিজ আবাসস্থলে আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে আক্রান্ত ব্যক্তিদের এলাকাগুলোকে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন প্রদীপ সাহা জানান, জেলায় এ পর্যন্ত ৪০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩১৩ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যেখানে বুধবার চারজনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *