চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সব মার্কেট, শপিংমল শুক্রবার সকাল থেকে বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে দোকান মালিক সমিতির সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বলা হয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কোনো প্রকার সামাজিক দূরত্ব মানা হচ্ছিল না। এতে বেড়ে গিয়েছিল করোনাভাইরাস ঝুঁকি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের করোনাভাইরাস কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, গত রবিবার থেকে শর্তসাপেক্ষে সব ধরনের দোকানপাট সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হয়। ব্যবসাপ্রতিষ্ঠান খোলার শর্তের মধ্যে ছিল বয়স্ক, অসুস্থ এবং কোনো শিশুকে মার্কেট শপিংমলে আনা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এসব কোনো শর্ত মানা হচ্ছিল না। এছাড়া ঈদ উপলক্ষে মার্কেট ও শপিংমলগুলোতে কেনাকাটার ভীড় ছিল অস্বাভাবিক। এ অবস্থায় দোকান মালিক সমিতির নেতাদের সাথে জেলা প্রশাসনের বৈঠক হয় বৃহস্পতিবার দুপুরে। ওই বৈঠক থেকে ঘোষণা করা হয় শুক্রবার সকাল থেকে জেলার সব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.