Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

লালমনিরহাটে চিকিৎসক ও হাসপাতালের সহকারীর করোনাভাইরাস পজিটিভ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর হাসপাতালের এক সহকারীর ও পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় আরও দুই জনের করোনা পজিটিভের তথ্য নিশ্চিত করেন।
শনাক্তরা হলেন, পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও লালমনিরহাট সদর হাসপাতালের অফিস সহকারী।

লালমনিরহাট সিভিল সার্জন অফিস সূত্রে জানান, শনাক্ত চিকিৎসক ও সদর হাসপাতালের সহকারীর শরীর থেকে গত ৯ মে রক্ত, কফ ও ঘাম সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৪ মে) দুই জনের করোনা পজিটিভ আসে।

এ নিয়ে জেলায় মোট ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। তবে এদের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

Exit mobile version