বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলায় পুলিশ, চিকিৎসক ও ব্যাংকারসহ নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে জেলায় ৫৭ জন করোনায় আক্রান্ত হলো। বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. তুহিন জানান, ১৩ মে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৯৬টির মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন বগুড়া জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই), সোনাতলা ও কাহালু উপজেলার দুই ব্যাংক কর্মকর্তা ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একজন চিকিৎসক।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, চিকিৎসক আক্রান্ত হওয়ায় হাসপাতালের স্বাস্থ্য ও সাধারণ শাখার ১৭ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এছাড়া জয়পুরহাটের ৮৯টি নমুনা পরীক্ষার ফলাফলে ২টি পজেটিভ, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও নওগাঁর একটি করে পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
এনিয়ে বগুড়া জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। এদের মধ্যে ৯ জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন ৪৮ জন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.