Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

টাঙ্গাইলে সাংবাদিক স্বাস্থ্যকর্মীসহ নতুন আক্রান্ত ১৩ জন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩ জন। আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলার এক সাংবাদিকসহ পাঁচজন ও বাসাইল উপজেলায় এক স্বাস্থ্যকর্মী রয়েছে। এ ছাড়া গোপালপুর, ঘাটাইল, মধুপুর উপজেলায় দুজন করে এবং ধনবাড়িতে একজন আক্রান্ত রয়েছেন।বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান ১৩ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খাতুন জানান, আজ মির্জাপুরে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন গণমাধ্যমকর্মী রয়েছেন। আক্রান্তদের মাঝে তেমন কোনো উপসর্গ না থাকায় তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।

অপরদিকে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার শরীরে কোনো উপসর্গ দেখা না দেওয়ায় তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেওয়া হচ্ছে।

Exit mobile version