টিকার মাধ্যমে ঠেকানো যাবে ক্যান্সার !

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী তিন দশকের মধ্যে গুটিকয়েক ধনী দেশগুলোতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এর টিকার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা যাবে সার্ভিক্যাল ক্যান্সার। এছাড়াও এ টিকার মাধ্যমে এ ক্যানসার এ শতাব্দীর শেষে সারা বিশ্বে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হবে বলে বুধবার প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে। এএফপি

এই টিকা ছাড়া আগামী ৫০ বছরে বিশ্বব্যাপী ৪ কোটি ৪০ লাখেরও বেশি নারী ক্যান্সার আক্রান্ত হতে পারে, যার প্রায় দুই-তৃতীয়াংশই মধ্যম ও নিন্ম আয়ের দেশগুলোর অধিবাসী হতে পারে বলে ‘দ্যা ল্যাঙ্কেট অংকোলজি’ নামে একটি মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণাটিতে বলা হয়।

অন্যদিকে ২০২০ সাল থেকে কার্যকর হওয়া এ টিকা গ্রহণ ও স্ক্রিনিং এর দ্রুত প্রসার ঘটানো সম্ভব হলে এ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রায় ১ কোটি ৩০ লাখেরও বেশি নারীকে ক্যান্সার থেকে রক্ষা করা সম্ভব হবে যার ফলে প্রতি লাখে নতুন আক্রান্তের সংখ্যা ৪ জনেরও নিচে কমিয়ে আনা সম্ভব হবে।

এ মাসের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, ২০১৮ সালে সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা প্রায় তিন লাখেরও বেশি, যা নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সারের পর সবচেয়ে সাধারণ ধরনের ক্যান্সার। প্রতি বছর এ ক্যান্সারে প্যায় তিন লাখেরও বেশি নারী মারা যায় যার বেশিরভাগই আসে নিন্ম আয়ের দেশগুলো থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *