চাঁদপুরে পুলিশ-চিকিৎসকসহ ৪ জনের করোনাভাইরাস শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে আরও ৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা ৭১ জনে দাঁড়ালো।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার জেলায় ২৪জনের করোনা নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। তন্মধ্যে ২ জন পজেটিভ, ২২ জনের রিপোর্ট নেগেটিভ। এছাড়া মতলব আইসিডিডিআরবি হাসপাতালের আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আইসিডিডিআরবি’র নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকায় তাদের টেস্ট করালেও তারা মতলবে অবস্থান করায় জেলার পরিসংখ্যানে তারা অন্তর্ভুক্ত হয়েছে।
সূত্র জানায়, এনিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১জন। এর মধ্যে মৃত ৪ জন, সুস্থ হয়েছেন ১৫ জন। বাকী ৫২ জন চিকিৎসাধীন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ রবিবার দুপুরে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে আরো ১০৪ জনের নমুুনা প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১১১০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৯৫৮টি। রিপোর্ট অপেক্ষমান ১৫২টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭জন। ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০জন। বর্তমানে আইসোলেশনে রোগী ৭জন। জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা ৩৬৬৩জন। তন্মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৫৯৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *