Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

তামাক পাতার প্রোটিনে তৈরি ভ্যাকসিন-মানবদেহে প্রয়োগের অপেক্ষায়

অনলাইন ডেস্ক : তামাক পাতার প্রোটিন দিয়ে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। মানবদেহে প্রয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেলেই তারা ভ্যাকসিনটির প্রথম ধাপের পরীক্ষা অর্থাৎ তা মানবদেহে প্রয়োগ শুরু করবে।
কোম্পানিটি আরও জানিয়েছে যে, নতুন এই সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমোদন দেওয়ার জন্য তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করেছে। এছাড়া ভ্যাকসিন নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সরকারি সংস্থার সঙ্গেও আলোচনা করছে তারা।

Exit mobile version