Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গাজীপুরে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক ১ জন

গাজীপুর প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে রবিবার দিবাগত রাতে মো. মোস্তফা আহম্মেদ ওরফে পলাশ (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃত মোস্তফা গাজীপুর মহানগরের সদর থানার পূর্ব চান্দনা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুকে করোনা ভাইরাস মহামারীতে সরকারের ঈদ উপহারের ভুয়া তালিকা ২৮ পাতার ফটোকপির এক সেট উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১-এর স্পেশালাইজড কোম্পানির গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ঈদ উপহার নিয়ে একটি মহল সরকারকে বিব্রত করার জন্য যে গুজব সৃষ্টি করছে সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এর মূল হোতা অর্থাৎ গডফাদার যারা রয়েছে তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version