চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আরও ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৩৬ জন। এরমধ্যে গতকাল রবিবার ২ জন আরোগ্য লাভ করেছেন। সোমবার বিকেলে সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, কোভিড-১৯ শনাক্তের মধ্যে ৩ জন শিশু, ৮ জন মহিলা এবং ৯ জন পুরুষ রয়েছেন এবং আক্রান্তদের ১৯ জনই চাঁপাইবাবগঞ্জ সদর উপজেলার এবং অপরজন নাচোল উপজেলার।
এমন পরিস্থিতিতে তিনি জেলাবাসীকে আতঙ্কিত না হয়ে বাড়িতে থাকার আহবান জানান। উল্লেখ্য, গত ১ মার্চ থেকে বিদেশ ও দেশের বিভিন্ন জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে আগত ৭ হাজার ৯৮১ জনকে চিহ্নিত করে নজরদারির আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে সোমবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩ হাজার ৫৪৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।