কুষ্টিয়া প্রতিনিধি : সামাজিক দূরত্ব বজায় রেখে এনএস রোডস্থ কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রথম জামাত সোমবার সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দর ঈদের নামাজে অংশ নেন। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া শহরের সব মসজিদসহ জেলা ও উপজেলা পর্যায়ে ২৪০০ মসজিদে একই নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সবাই কুলাকুলি ও মুসাবা না করে শৃঙ্খলা বজায় রেখে মসজিদ ত্যাগ করেন।
সকল মসজিদে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের নামাজের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।