অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে হঠাৎ করে কদর বেড়ে গিয়েছিল হাইড্রোঅক্সিক্লোরোকুইনের। এমনকি, ভারতের কাছ থেকে সেটি চেয়ে পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে বিতর্কও হয়েছিল। সেই হাইড্রোঅক্সিক্লোরোকুইনের ক্লিনিকাল পরীক্ষা আপাতত স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত সপ্তাহে ল্যানসেটের গবেষণায় জানা গিয়েছিল, করোনা আক্রান্তের উপরে হাইড্রোঅক্সিক্লোরোকুইনের প্রয়োগে মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস জানান, সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পর আপাতত হাইড্রোঅক্সিক্লোরোকুইনের ক্লিনিকাল ট্রায়াল বন্ধ করা হচ্ছে।