বিনোদন ডেস্ক: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে ভাইয়ের রক্তে রাঙা রাজপথ আর ছেলে হারা মায়ের অশ্রুভেজা নয়ন। বাঙালির হৃদয়ে ভাষা আন্দোলন আর একুশের চেতনাকে জাগ্রত করে রেখেছে গানটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের সম্মান জানিয়ে গানটিতে নতুন মাত্রা যোগ করেছে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন।
চট্টগ্রামের ‘এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন’-এর বিভিন্ন ভাষাভাষী ছাত্রীর কণ্ঠে এবার শোনা যাবে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা ও আলতাফ মাহমুদের সুর করা এই গানটি। সুর ঠিক রেখে গানটির নতুন সংগীত নির্দেশনা দিয়েছেন আরমিন মুসা।
দৈনিক আমাদের সময় অনলাইনকে আরমিন মুসা বলেন, ‘একুশের এই গানের কয়্যার পরিবেশনার সঙ্গে থাকতে পেরে সত্যি আমি আনন্দিত ও গর্বিত।’
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির কয়্যার-এর আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদও।
তিনি বলেন, ‘বাবাকে উৎসর্গ করে এর আগে, গানটিকে নিয়ে এমন আয়োজন করা হয়নি। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার এই প্রচেষ্টাকে আমি সম্মান জানাই।’
জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল গানটির ভিডিও প্রকাশ হয়েছে গ্রামীণফোনের ফেসবুক পেজে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.