অনলাইন ডেস্ক : চীনের উহান থেকে মারণ ভাইরাস করোনা ছড়িয়ে পড়লেও সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইউরোপে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমলেও ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রের মৃত্যুর মিছিল চলছেই। এই দেশটিতেই বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এককভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ তিনশ ৯৬ জন। দেশটিতে সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার নয়শ ৬৫ জন মানুষ। সুস্থ হয়েছেন চার লাখ ৭৩ হাজার একশ ৯৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৯১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার তিনশ ৩৯ জনের।