Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার সারা দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৮৭৬। সারা দেশে করোনায় মোট মৃত চার হাজার ৩৪৬ জন।

গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৮৭ জন। এই নিয়ে টানা ছয়দিন আক্রান্তের সংখ্যা ছয় হাজারের ঘরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ১৭০ জনের। দেশটিতে মৃতের সংখ্যা নিয়ে কেন্দ্রীয় সরকার বলছে,কো-মর্বিডিটির কারণে ৭০ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় ভারতে মৃত্যু হার সবচেয়ে কম ২.৮৭ শতাংশ বলেও দাবি করেছে তারা।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে তামিল নাড়ু, গুজরাট, দিল্লী। লকডাউন চলাকালীন সময়েও প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Exit mobile version