Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৯০ জন

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৯০ জন মানুষ। এত সচেতনতার পরেও বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। জেলায় লকডাউন শিথিল করার পর থেকে এই সংখ্যা বাড়তে শুরু করেছে।

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) দুই নার্সসহ ১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ডাক্তার মোস্তাফিজুর রহমান আরো জানান, মঙ্গলবার শজিমেক হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৯০টির মধ্যে ১১টি পজেটিভ ও বাকি ৪টি নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৯০ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৬ জন, মারা গেছেন একজন ও চিকিৎসাধীন রয়েছেন ১৭৩ জন।

Exit mobile version