দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আব্দুল কুদ্দুসের (৬৭) দাফন কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।বুধবার সকাল ৬টায় স্বাস্থ্য বিধি মেনে উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। করোনা সুরক্ষা বিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় ইমাম জানাযা নামাজ পড়ান। পরে দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় স্বাস্থ্যকর্মী তার দাফন সম্পন্ন করে। এ সময় দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ও দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
জানা গেছে, অবসরপ্রাপ্ত কাষ্টম কর্মকর্তা আব্দুল কুদ্দুস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর ১টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। চাকরি থেকে অবসরের পর ঢাকায় বাড়ি করে সেখানেই জীবন যাপন করছিলেন। মারা যাওয়ার আগে তিনি দৌলতপুরে নিজ গ্রামে তার দাফন করার কথা জানান।