Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরও ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮মে) বিকালে কুষ্টিয়ার জেলা প্রশাসন কার্যালয় সূত্র কুষ্টিয়ায় নতুন করে আরও ৮ জন করোনা রোগী শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয় সূত্র হতে জানা যায়, কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (২৮ মে) মোট ১৩৮টি করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে (কুষ্টিয়া ৫৩, চুয়াডাঙ্গা ৪১, মেহেরপুর ৪৪) এর মধ্যে তিন জেলার ১০ জনের করোনা পজিটিভ ফল এসেছে। বাঁকি ১২৮টি নমুনা পরীক্ষার ফল নেগিটিভ এসেছে।
এদের মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১ জন ও মেহেরপুর জেলায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বাঁকি ৮ জন কুষ্টিয়া জেলার।

কুষ্টিয়া জেলায় করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলায় ৪ জন ও ভেড়ামারা উপজেলায় ৪ জন।

কুষ্টিয়ার সদর উপজেলায় করোনা শনাক্ত ৪ জনের ১ জনের বাড়ি পৌর এলাকার পেয়ারাতলায় ও বাঁকী ৩ জনের বাড়ি হরিনারায়ণপুরে। ভেড়ামারা উপজেলায় করোনা শনাক্ত ৪ জনের বাড়ি বারোদাগ, নওদাপাড়া, ভেড়ামারা ও চাঁদগ্রামে। এদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী।

এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত বহিরাগত বাদে জেলায় ৪৭ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হলো। তবে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত সবাই এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। কুষ্টিয়ার করোনা শনাক্ত পুরুষ রোগী ৩৫ জন ও নারী রোগী ১২ জন।

বহিরাগত বাদে কুষ্টিয়া জেলায় উপজেলা ভিত্তিক করোনা রোগী শনাক্ত হয়েছেন- দৌলতপুর উপজেলায় ১৫ জন, ভেড়ামারা উপজেলায় ৬ জন, মিরপুর উপজেলায় ৯ জন, কুষ্টিয়া সদর উপজেলায় ৮ জন, কুমারখালী উপজেলায় ৮ জন, খোকসা উপজেলায় ১ জন।
এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন।

কুষ্টিয়া জেলায় উপজেলা ভিত্তিক সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ২২ জন – দৌলতপুর উপজেলায় ৯ জন, ভেড়ামারা উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ৪ জন, কুষ্টিয়া সদর উপজেলায় ১ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, খোকসা উপজেলায় ১ জন। এছাড়াও বহিরাগত করোনা রোগী সুস্থ হয়েছেন ২ জন।
বর্তমানে কুষ্টিয়া জেলায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৫ জন করোনা রোগী।

Exit mobile version