কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার গড়াই নদীতে পানিতে ডুবে রাফসান হক (৩১) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গড়াই নদীর ঘোড়ার ঘাট এলাকায় পানিতে ডুবে নিখোঁজের এ ঘটনা ঘটে। নিখোঁজ রাফসান হক কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক এসএম হাসিবুর রশীদ তামিম বলেন, ‘রাফসান হকসহ আমরা ৫ বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নামি। এ সময় রাফসান হক পানিতে ডুবে যায়। কিন্তু চেষ্টা চালিয়েও আমরা তাকে উদ্ধার করতে পারি নাই।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রাফসান হক পানিতে ডুবে যাওয়ার পর তাকে উদ্ধারের চেষ্টা করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।