মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে গাংনীতে নতুন করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, সাহারবাটি গ্রামের একজন (৬৫), একই গ্রামের আরো একজন (২৪), গোপালনগরের একজন (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের এক নারী (৩৮) করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ১৯ জনের নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয় সেখান থেকে এই চারজনের করোনায় পজেটিভ জানা যায়। আক্রান্ত ব্যক্তিরাসহ তাদের বাড়ির আশেপাশে ১০টি বাড়ি লকডাউন করা হবে। এছাড়া আক্রান্ত ব্যক্তিদের তাদের নিজ বাড়ি থেকেই চিকিৎসাধীন থাকবেন।