কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শুক্রবার নতুন করে আরো ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে এ জেলায় মোট ৫৭ জন করোনা রোগী শনাক্ত হলো।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে আজ ৮৪টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। আক্রান্তরা জেলার কুমারখালী, খোকসা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান, এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট ৫৭ জনের মধ্যে ৪৩ জন পুরুষ ও ১৪ জন নারী রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন।