ভারতে আরও অবনতি করোনাভাইরাস পরিস্থিতির, একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক : আরও অবনতি হয়েছে ভারতে করোনাভাইরাস পরিস্থিতির। একই দিনে দৈনিক আক্রান্ত আর মৃত্যুর রেকর্ড গড়ল দেশটি।

প্রাণঘাতী ভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রায় আট হাজার মানুষের করোনা শনাক্তে মোট বেড়ে দাঁড়াল ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন এবং মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৯৭১।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৭ হাজার ৯৬৪ জন নতুন রোগীর খবর পাওয়া গেছে। এই সময়ে মারা গেছে ২৬৫ জন। এনিয়ে ভারতে টানা দ্বিতীয় দিন একদিনে ৭ হাজারের বেশি আক্রান্ত হল, আর ৬ হাজারের বেশি রোগী পাওয়া গেল টানা অষ্টম দিন।

মৃতের সংখ্যায় গতকাল শুক্রবার চীনকে টপকে যায় ভারত। আর আক্রান্তের হিসাবে নবম স্থানে পৌঁছায় তারা। এ পর্যন্ত ৮২ হাজার ৬২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসা নিচ্ছেন ৮৬ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৪৭.৫৫ শতাংশ।

মহারাষ্ট্র, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় শুক্রবার একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। একদিনে ১১৬ জনের মৃত্যুতে মহারাষ্ট্রে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ হাজার ৯৮। মোট আক্রান্ত ছাড়িয়েছে ৬২ হাজার। তামিলনাড়ুতে নতুন করে আরো ৮৭৪ জন ও তেলেঙ্গানায় ১৬৯ জন নতুন রোগী পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *