অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট আক্রান্তের নিরিখে দেশটি চীন ও ইরানকে টপকে গিয়েছিল আগেই। এবার তুরস্ককে পিছনে ফেলে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, স্পেন, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানির পরই রয়েছে ভারত।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৭৩ হাজার ৪৯১ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৮০ জনের। আর সুস্থ হয়েছে ৮২ হাজার ৬২৭ জন।