‘ট্রেনের ভাড়া বাড়ছে না, টিকিট বিক্রি অনলাইনে’

অনলাইন ডেস্ক : করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। তবে ট্রেনের ভাড়া বাড়ছে না। এমনকি অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন। আর টিকিট বিক্রি হবে অনলাইনে- এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, কাল থেকে মোট আটটি ট্রেন চলবে। এগুলো হলো- সোনার বাংলা এক্সপ্রেস, সূবর্ণ এক্সপ্রেস, কালনী, উদয়ন এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস। তবে ট্রেনগুলোতে থাকছে না খাবারের কোন ব্যবস্থা। ট্রেনের এক দরজা দিয়ে উঠতে হবে এবং নামতে হবে অন্য দরজা দিয়ে।
এদিকে, ট্রেন থামার ক্ষেত্রে স্টেশন সংখ্যাও সীমিত করা হয়েছে। বিমানবন্দর স্টেশনে কোন ট্রেন থামবে না বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রী। বলেন, জয়দেবপুর ও নরসিংদীতেও কোন ট্রেন থামবে না। টিকিট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে প্রবেশ করতে না পারে সে বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *