Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফেসবুকে ভুয়া পোস্ট-গুজব ছড়ানো রোধে নতুন পদক্ষেপ

অনলাইন ডেস্ক : ভাইরাল হওয়ার আশায় এখন আর ভুয়া খবর বা গুজব পোস্ট করা যাবে না ফেসবুকে। কারণ কোন অ্যাকাউন্ট থেকে যদি কোনো পোস্ট ভাইরাল হয়ে যায় তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ফেসবুক ভালো করে যাচাই করবে বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, মূলত ভুয়া পোস্ট বা গুজব ছড়ানো রোধেই এই নতুন পদক্ষেপ করা হয়েছে। এখন থেকে কোন পোস্ট, ছবি বা ভিডিও ভাইরাল হলেই যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে সেটির খবর নেওয়া হবে।

ফেসবুক আরো জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যেসব পেজের কোনো অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলো থেকে এখন আর কোনো পোস্ট করা যাবে না। যতক্ষণ না আইডিগুলোর ‘ভেরিফিকেশন’ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনো কিছুই পোস্ট করা যাবে না।

ফেসবুকের মাধ্যমে ভুয়া খবর বা গুজব ছড়ানো রোধে ধাপে ধাপে আরো কড়া পদক্ষেপের কথা ফেসবুক ভাবছে বলে জানা গেছে।

Exit mobile version