Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১ শতাংশ’

অনলাইন ডেস্ক : এ বছর যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার হয়েছে ৮৭.৩১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার সাতশ’ ৬৪ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ৩ শতাংশ কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

যশোর শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, এ বছর যশোর বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার দুই হাজার ৫শ’ ২১টি বিদ্যালয় থেকে এক লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
যশোর বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ৮ম শ্রেণী থেকে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণ ও পাঠ্য বইয়ে শিক্ষার্থীদের অভ্যস্ত করতে পারায় এবার ফলাফল ভাল হয়েছে। আর এবার পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ার কারণে পাসের হার কিছুটা কমেছে।

যশোর বোর্ড থেকে জানানো হয়েছে, এ বছর ২৫০টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা দুইটি। প্রতিষ্ঠান দুটি হলো সাতক্ষীরার কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা ধাপুখিালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

Exit mobile version