Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেটের হানা, আসর পণ্ড

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নির্দেশনায় সামাজিক,রাজনৈতিক, প্রশাসনিকসহ সকল সভা সমাবেশ নিশিদ্ধ রয়েছে।কিন্তুু সরকারি নির্দেশনা অমাণ্য করে গণজমায়েত করে জমকালো বিয়ের আয়োজন করায় বিয়ের আসর পণ্ড করেছে ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়েছে।

ঘটনাটি  সোমবার দুপুরে কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চকরঘুয়াতে ঘটেছে।তবে বিয়ের আয়োজন করায় জরিমানা করা হলেও বিয়ে বন্ধ হয়নি।

জানা যায়,সরকারি নির্দেশনা অমাণ্য করে বিপদজনক করোনা ভাইরাস উপেক্ষা করে গণজমায়েত সৃষ্টি করে বিয়ের আসর বসিয়েছে চকরঘুয়ায়।গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে দ্রুত বিয়ে বাড়ি যায় প্রশাসন।এবং বিয়ের আসর পণ্ড করে ভ্রাম্যমাণ আদালতে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।

এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান জানান, নির্দেশনা অমাণ্য করে বিয়ের আয়োজন করায় বিয়ে আসর পণ্ড করে দিয়ে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান ও কুমারখালী থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

Exit mobile version