Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্ববিদ্যালয় চেয়েছিল শাহরুখকে সম্মান দিতে

বিনোদন ডেস্ক: বলিউডের মহাতারকা শাহরুখ খানকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এ জন্য তারা গত বছর ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় বরাবর অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি দেয়নি মন্ত্রণালয়। তাদের যুক্তি, অন্য বিশ্ববিদ্যালয় থেকে এ সম্মান পেয়েছেন শাহরুখ। তাই তাকে আর এই সম্মান দেয়া যাবে না।

যদিও মন্ত্রণালয়টির কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে নির্ধারিত কোনো নিয়ম নেই। তবে একাধিকবার এ ডিগ্রি দিতে অনুৎসাহিত করা হয়। শাহরুখ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েরই সাবেক ছাত্র। তিনি এই বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ  গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু ক্লাসে উপস্থিতি কম থাকায় তিনি চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিতে পারেননি।

প্রসঙ্গত, মৌলানা আজাদ জাতীয় হিন্দু বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে শাহরুখকে সাম্মানিক ডিগ্রি প্রদান করে।

Exit mobile version