অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে অর্থবছর ২০২০-২১ এর বাজেট আগামী ১১ জুন বিকাল সাড়ে ৩টায় উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।মঙ্গলবার অর্থবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংসদ সচিবালয় থেকে জানানো হচ্ছে যে, করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে এবারের অধিবেশনে মিডিয়া কাভারেজের লক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না।
এমতাবস্থায় সাংবাদিকদেরকে বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে ৩টা ১৫ মিনিটে বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থান থেকে বাজেট ডকুমেন্টস সংগ্রহ করার অনুরোধ করা যাবে বলে অর্থবিভাগ থেকে জানানো হয়েছে।