অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই ভারতের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। তবে এবার আর বঙ্গোপসাগরে নয়, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে আরব সাগরে।
বর্তমানে ভারতের মুম্বাই থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সুরাট থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এটি। পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া ভারত আবহাওয়া অধিদফতর।
বুধবার সকাল ৭টা– দুপুর ১২টার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্রে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার হতে পারে।
আরব সাগরে সচরাচর ঘূর্ণিঝড়ের দেখা যায় না। তাই বহুদিন পর এমন শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে ভারতের মহারাষ্ট্র রাজ্য। ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে ভারতের মহারাষ্ট্রে বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ১০টি দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া সমস্ত উপকূলের পাশে থাকা লোকজনদের সাবধান করা হয়েছে। এছাড়া বেশকিছু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।